পঞ্চগড়ে আহমদীয়া সম্প্রদায়ের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আহমদীয়া সম্প্রদায়ের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন  মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি।

আজ  ১২ দুপুর ১.৩০ ঘটিকায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা শালশিরি এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর এ পরিদর্শন  করেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

এ সময় রেলপথমন্ত্রী অ্যাডভোকেট জনাব নূরুল ইসলাম সুজন, এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য জনাব মজাহারুল হক প্রধান, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক, পঞ্চগড় জনাব মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার,পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।