জেলা পুলিশ, পঞ্চগড় কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। 
৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ “ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষে সকাল ০৯.৩০ ঘটিকায় পঞ্চগড় সার্কিট হাউজ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশ পঞ্চগড়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্থাবক অর্পণ করেন পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস,এম, সিরাজুল হুদা পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ সদর থানা, ডিআই-১, টিআই (প্রশাসন) আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসন পঞ্চগড় কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নেন।






