৭ই মার্চ উপলক্ষে পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

জেলা পুলিশ, পঞ্চগড় কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন।

৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ “ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষে সকাল ০৯.৩০ ঘটিকায় পঞ্চগড় সার্কিট হাউজ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশ পঞ্চগড়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্থাবক অর্পণ করেন পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস,এম, সিরাজুল হুদা পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ সদর থানা, ডিআই-১, টিআই (প্রশাসন) আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসন পঞ্চগড় কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নেন।