চট্টগ্রাম নগরীতে ইয়াবা ও গাঁজাসহ দুই জনকে আটক করেছে।

মহানগর গোয়েন্দা পশ্চিম  বিভাগের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২ জনকে আটক করেছে।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আলী হোসেন  সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব শামীম কবিরের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে, টিম-৪১ এর এএসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন, এএসআই মোঃ শাহ সেলিম , এএসআই মিলন কান্তি ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গত ১৫ ফেব্রুয়ারি  গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ আরমান খান ও আজাদ হোসেনকে ১ হাজার পিস ইয়াবা ও ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার ও ফেনী থেকে ইয়াবা ও গাঁজা কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের রেখেছে প্রাথমিক  তদন্তে জানা যায়।