পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।

পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অভিযানে ৯৫ (পঁচানব্বই) ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ দুই জনকে আটক করেছে।

গত ১১ ফেব্রুয়ারি  ১৭.৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিল সহ  মোছাঃ পেয়ারা বেগম(২৬), স্বামী মোঃ রুহুল আমিন, সাং- কালদাসপাড়া, ০৫নং- বুড়াবুড়ি ইউপি,  মোঃ মনির হোসেন(৩২), পিতা মোঃ বশির, সাং- দর্জিপাড়া, ০৩নং- তেঁতুলিয়া সদর ইউপি, উভয় থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়দ্বয়কে গ্রেফতার করে।

পুলিশ সুপার পঞ্চগড়  এর সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানার তত্ত্বাবধানে  গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার রায় এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ তেঁতুলিয়া মডেল থানাধীন ৫নং- বুড়াবুড়ি ইউপিস্থ কালদাসপাড়া বালাবাড়ী গ্রামের মোঃ রুহুল আমিন(৩০), পিতা মৃতঃ মেনহাজুল হক এর বসত বাড়িতে উপস্থিত হয়ে রুহুল আমীন এর পশ্চিম দুয়ারি টিনের ঘরে খাটের নিচ থেকে বস্তাতে মোড়ানো ৯৫ (পঁচানব্বই) বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত আসামিদের গ্রেপ্তার করে।   গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।