পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে  গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেফতার।

পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে  ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে।

পঞ্চগড় জেলার  পুলিশ সুপারের  দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত  ৬ ফেব্রুয়ারী  জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের এসআই, লিপন কুমার বসাক এর নেতৃত্বে এস আই আসাদুজ্জামান, এএসআই, নয়ন দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ দেবীগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে  দেবীগঞ্জ থানাধীন ৫ নং সুন্দরদীঘী ইউনিয়ন এর মোটাপাড়া কালীর ডাঙ্গা গ্রামস্থ   শাহজাহান (মন্ডল) (৫০), পিতাঃ মৃত হোসেন আলী, সাং- মোটাপাড়া কালীরডাঙ্গা, থানা- দেবীগঞ্জ, জেলাঃ পঞ্চগড়  এবং মোঃ হযরত আলী(৪৭) পিতা- মোঃ হবিবর রহমান, সাং- হাজরাডাঙ্গা, ৫ নং সুন্দরদীঘী ইউপি, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় দ্বয়ের হেফাজত থাকা ৫০০ গ্রাম গাঁজাসহ  ৬ ফেব্রুয়ারি  ২৩.২০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।