পঞ্চগড় জেলা পুলিশের রায়ট ড্রিল অনুশীলন (১ম ব্যাচ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর নির্দেশক্রমে ও পুলিশ সুপার পঞ্চগড় সার্বিক দিক নির্দেশনায় জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের সমন্বয়ে রায়ট কন্ট্রোল সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও উচ্চমান সংরক্ষণের নিমিত্তে পুলিশ লাইন্স পঞ্চগড় মাঠে রায়ট কন্ট্রোল ড্রিল অনুশীলন প্রথম ব্যাচ ৪ ফেব্রুয়ারি হতে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
উক্ত রায়ট কন্ট্রোল অনুশীলনে জেলার সকল ইউনিট হতে নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা ও ফোর্সগণ অংশগ্রহণ করেন। গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৪.৩০ ঘটিকায় পুলিশ সুপার স্বশরীরে উপস্থিত থেকে অনুশীলনের মূল্যায়ন করেন এবং সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কনক কুমার দাস, আরআই পুলিশ লাইন্স পঞ্চগড়, আরও-১ রিজার্ভ অফিস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।






