শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জানুয়ারী শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুলিশ লাইন্স, পঞ্চগড় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার পঞ্চগড় ও অত্র স্কুল ও কলেজের সভাপতি জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম। 
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উৎসাহ, উদ্দিপনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র জীবনে খেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলার অভ্যাস গড়ে তোলার আহব্বান জানান।
খেলা শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জান্নাতুন নাহার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, স্কুল ও কলেজের শিক্ষক অভিভাবক ছাত্র-ছাত্রীবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।






