বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পঞ্চগড়ে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। 
২৩ জানুয়ারী সকাল ১১ টায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত সকল ইউনিট প্রধানগণের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম।
ভার্চুয়াল অনুষ্ঠানের আইজিপি অপরাধ পরিসংখ্যান ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণ এ ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ রাকিবুল ইসলাম, ডিআই-১, অফিসার ইনচার্জ সদর থানা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।






