চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে।
গত ২৪ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করেন।
তথ্যসূত্র জানা যায়, মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আলী হোসেন দিক নির্দেশনায় , অতিঃ উপ-পুলিশ কমিশনার সামীম কবিরের তত্ত্বাবধানে, টিম-৫১ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে, এসআই(নিঃ)মোহাম্মদ মহসিন উদ্দীন রুবেল, এসআই (নিঃ) মোঃ কামরুল হুদা, এএসআই নুরুল ইসলাম, এএসআই তাপস কান্তি দাশ, এএসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ২৪ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিচ ট্যাবলেটসহ মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নুরুল ইসলাম উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে অল্প দামে ক্রয় করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে তার সংরক্ষণে রেখেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসা ও তদন্তে জানা যায়।






