চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন- দেলোয়ার হোসেন সাইমন (২৩), আব্দুর রহমান আরিফ (৩৫) মো. জহির আলম (১৬) ও মোস্তাকিম (২২)।
মঙ্গলবার ২৪ জানুয়ারী এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলন তিনি বলেন, জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জন্মসনদ জালিয়াতি কার্যক্রমে ব্যবহৃত চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার, দুটি প্রিন্টার এবং চারটি মোবাইল জব্দ করা হয়
জালিয়াতি চক্রের ৪ সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ পর্যন্ত তারা জালিয়াতির মাধ্যমে ৫ হাজার বেশি সিটি কর্পোরেশন জন্মনিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে তৈরি করেছে।
পড়েছেনঃ ৬৪






