জিপিএ-৫ প্রাপ্তদের বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি প্রদান।

এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান
করেছেন।

আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে  ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করেন।

এসময় সেখানে  ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন মীর রেজাউল আলম বিপিএম-বার, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান,

যুগ্ম-পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ প্রমূহ উপস্থিত ছিলেন।