চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেছেন ,বাংলাদেশর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বন্দর নগীর চট্টগ্রামকে সাজাতে না পারলে বড় বড় মেগা প্রকল্পের সুফল পাওয়া যাবেনা।
এই বিবেচনায় বর্ষা শুরু হওয়ার আগেই নগরীর সকল ছোট বড় সড়কগুলো এই শুকনো মৌসুমের মধ্যে সংস্কার করে ঝকঝকে করে তুলতে হবে।
আজ সকালে বড়পুল মোড় থেকে চৌচালা সড়কের প্যাচ ওয়ার্ক পরিদর্শন করতে গিয়ে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, সড়কের প্যাচ ওয়ার্ক যেগুলো করা হচ্ছে তা যেন টেকসই হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রতিও দিকনির্দেশনা ও আহবান জানান।
এসময় সেখানে উপস্হিত ছিলেন চসিক এর প্রকৌশলী তৌহিদুল ইসলাম,সাদেক সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
পড়েছেনঃ ৯৭






