হরিজন সম্প্রদায়ের ৫০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার।

মাঘের প্রথম দিন, তাই কুয়াশা-হিম আর মিঠে রোদের পৌষালী আমেজ কাটেনি এখনো। এই উপভোগ্য শীতে আমরা যখন রঙিন স্কার্ফ, ফ্যাশনেবল শ্রাগ আর সোয়েটার-জ্যাকেটে নিজেদের মুড়িয়ে কবোষ্ণ-রোদে গা এলিয়ে পিঠেপুলি, সিঙারা-কচুরি আর ধোঁয়া ওঠা গরম চায়ে মেতে আছি, ঠিক তখনই সমাজের অন্যপ্রান্তের কিছু শীতার্ত মানুষ সামান্য উষ্ণতার খোঁজে প্রাণপাত করে চলেছে প্রতিনিয়ত বাক্য গুলো বলেছেন সিএমপি পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়,  তাই  মানুষগুলোর পাশে দাঁড়াতেই ছুটে গিয়েছিলেন সিএমপি’র  পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ ১৫ তারিখ সোমবার   বিকেল ৩.০০ টায় কোতোয়ালী থানাধীন বান্ডেল হরিজন কলোনী, পাথরঘাটায় ধর্ম-বর্ণ নির্বিশেষে হরিজন সম্প্রদায়ের ৫০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের সময়  সিএমপি কমিশনার এসব কথা বলেন।

এসময় শীত বস্ত্র অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব এম এ মাসুদ (প্রশাসন ও অর্থ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন. এম নাসিরুদ্দিন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণকালে  সিএমপি কমিশনার আরও  বলেন, প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এই কনকনে শীতে তাদের কথা চিন্তা করে চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। এসময় অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।