শ্রেণিগত ভেদাভেদ ভুলে এই তল্লাটে আজ মেলা বসেছে। অস্থায়ী স্টলগুলো সেজেছে বাহারি রঙিন জামা আর গরম কাপড়ে।
চাইলেই টুক করে নিয়ে নেওয়া যায় পছন্দের শীতপোশাকটি মাঠের একপাশে বানানো হচ্ছে শীতের পিঠে-পুলি। অন্যপাশে একঝাঁক শিশুরা কলকাকলিতে মেতেছে নৌকোর নাগরদোলায়।
পথশিশুদের জন্য আজ উৎসবই বটে- শীত উৎসব, ইচ্ছে-পূরণের উৎসব, খুশির উৎসব।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ এর উদ্যোগে গত ১৪ জানুয়ারী নগরীর খুলশী থানাধীন শহিদ ডাঃ মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলিটেকনিক অনুষ্ঠিত হয় সবার জন্য এ শীত উৎসব। এতে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। 
উক্ত শীত উৎসবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার সদর জনাব আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকবৃন্দ।






