পঞ্চগড় সদর থানা পুলিশ কর্তৃক চুরি মামলার মুল রহস্য উদঘাটন করপ চুরি হওয়া টাকা,স্বর্ণালংকার উদ্ধার সহ মুল অপরাধী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে।
◊
গত ৮ ই জানুয়ারি পুলিশ সুপার পঞ্চগড় নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার এর নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এস আই আলতাফ হোসেন সরকার, এসআই শাসসুজ্জোহা সরকার, এএসআই মোঃ গোলাম রব্বানী ও সঙ্গীয় ফোর্স সহ বীরগঞ্জ খানসামা, আটোয়ারী বোদা ও ঠাকুর গাঁও থানায় অভিযান চালিয়ে চুরি যাওয়া টাকা,স্বর্ণালংকার সহ ২ টি মোবাইল সেট উদ্ধার করা গত ২৭ তারিখ অজ্ঞাতনামা চোর চক্রের বসত বাড়ীর ঘরের ভিতর ট্রাংক এ থাকা ৫ ভরি ওজনের স্বর্ণ, গচ্ছিত ২০,০০০ টাকা, প্রয়োজনীয় অনুমান ৫০,০০০টাকার কাপড়সহ মোট ৪.৭০.০০০ টাকার জিনিসপত্র চুরি হয়। জাহিদুর রহমান পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সদর থানার মামলা নং ৪১, তারিখ ২৭ – ২২ -৪৫৭/৩৮০ দ্বারায় মামলাটি রুজু করেন।
পরবর্তীতে গোপন সোর্সের মাধ্যমে মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আজিজুল ইসলাম পিতা-আব্দুল আজিজ সাং- কমলাপুর এবং রুবেল পিতা- শরিফ উদ্দিন সাং- কমলাপুর ,উভয় থানা ও জেলা- পঞ্চগড়দ্বয়কে ৮ জানুয়ারী বিকাল ৪.৩০ ঘটিকায় পঞ্চগড় থানাধীন ধাক্কামারা ইউনিয়নস্থ কমলাপুর বাজার এলাকা হইতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ঘটনাস্থলে তাহাদের ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের কথা স্বীকার করেন এবং তাহাদের হেফাজত হইতে ঘটনাস্থলে ব্যবহৃত চুরি কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও টাকাসহ উদ্ধার করা হয় এবং আসামীদ্বয়ের তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আসামী আব্দুল জব্বার পিতা-আমিরুদ্দিন সাং কাশিমপুর এবং আক্তারুজ্জামান পিতা-আব্দুল মোতালেব,সাং- কমলাপাড়া (ভিতর গড়), উভয় থানা ও জেলা-পঞ্চগড়দ্বয়কে বোদা,ঠাকুরগাঁও,খানসামা ও বীরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জব্বার এবং আক্তারুজ্জামান কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনার দিন আসামী আজিজুল ,আব্দুল জব্বার এবং আক্তারুজ্জামান ও অপর আসামী রুবেল জাহেদুরে বাসায় সুকৌশলে প্রবেশ পূর্বক টেউবওয়েলে চেতনানাশক ট্যাবলেট মিশিয়া বাদীর স্বর্ণলংকার,টাকা এবং কাপড় চোপড় চুরি করেন। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে স্বর্ণালংকার ক্রয়কারী শ্রী চন্দন বর্মন পিতা-শ্রী নরেন বর্মন সাং-ব্যংমারী (গরিনাবারী) থানা ও জেলা-পঞ্চগড় এর বাসায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে সক্ষম হয। এবং আসামী চন্দন আসামী আজিজুল ,আব্দুল জব্বার ও আক্তারুজ্মান এর নিকট হইতে একটি গলার হার ও এক জোড়া কানের দুল ৭২৫০০টাকার বিনিময়ে ক্রয়ের কথা স্বীকার করেন আসামী চন্দন আরও জানান যে, চোরাই মালামাল ক্রয় করার পরে গলার হার ও এক জোড়া কানের দুল ভাঙ্গিয়ে গলিয়ে পাকা সোনায় রুপান্তর করেন। যাহার ওজন ১ ভরি ৩ রতি। যাহা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীদের দেওয়া তথ্যমতে অপর আসামী আজিজুলের বাসা হইতে বাদীর চুরি যাওয়া এক জোড়া সোনার বালা যাহা ব্রোঞ্জ সহ ওজন পাঁচ ভরি তিন আনা এক রতি উদ্ধার করা হয়। উক্ত আসামীগণ আন্তঃ জেলার চোর দলের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে তেল চুরি সহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত আছেন বলে সূত্রে জানা যায়। এ আসামি দ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।






