চট্রগ্রামে সাজাপ্রাপ্ত আসামি সিহাবকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা।

চট্টগ্রামে নগরীর   বায়েজিদ থানা পুলিশ  সাজা পরোয়ানা  ভুক্ত  এক আসামীকে গ্রেফতার করেছে।   পরোয়ানাসহ মোট ১২টি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি টিম গত  ৭ জানুয়ারী  গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি সিআর সাজা  ও ১১ টি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সিহাব উদ্দিনকে গ্রেফতার করেন।  গ্রেপ্তারকৃত আসামিকে কোর্ট হাজতে প্রেরনকরা হয়।