ঢাকায় শেখ জামালে “আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ – টেনিস প্রতিযোগিতার” উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

 

দেশকে এগিয়ে নিতে  প্রত্যেক খেলাধুলাকে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং  তার সরকার   প্রধান্য ও উৎসাহ দিয়ে  আসছেন সবসময় এরই দ্বারা বাহিকতায় আজ ৮ জানুয়ারি রবিবার  ঢাকায় রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে “আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ‍্যাম্পিয়নশীপস টেনিস প্রতিযোগিতার” উদ্বোধন করেন-

নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।