RAB-7 ফেনীতে পৃথক অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী আটক। 

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক তিনটি অভিযানে ফেনী থেকে ৩৪৯ বোতল ফেন্সিডিল এবং ১,১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।

গত ৫ ও ৬ জানুয়ারি  তারিখে ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৪৯ বোতল ফেন্সিডিল এবং ১,১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় মাদকদ্রব্যসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে গত ৫ জানুয়ারি  ১২ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি  দল  এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হেলাল উদ্দিন (২৭), পিতা- বেলাল হোসেন, সাং- ফেনা ফুস্করনী, থানা- ফুলগাজী, জেলা- ফেনী,  কাজী তারেক (২৪), পিতা- মফিজুর রহমান, সাং- চম্পকনগর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীদ্বয়কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীদের হাতে থাকা দুটি ট্রাভেল ব্যাগ হতে মোট ২০০ বোতল ফেন্সিডিল  উদ্ধার যার  আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে।  সিডিএমএস পর্যালোচনা করে  আসামী হেলাল উদ্দিন এর বিরুদ্ধে ২টি এবং  কাজী তারেক (২৪) এর বিরুদ্ধে ১টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয়  মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে গত ৫ জানুয়ারি দুপুর ১৪:৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম  অভিযান পরিচালনা করে মোঃ ইব্রাহিম বাবু (৩০), পিতা- আহসান উল্লাহ, সাং- বানাবাড়ীয়া, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং  জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট হতে মোট ১,১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।   গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মাদক সেন্ডিকেটের মাধ্যমে সংগ্রহ করে পরবর্তীতে নোয়াখালী, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৫ হাজার টাকা।

অপর একটি সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মিনিট্রাক যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হতে কুমিল্লার দিকে নিয়ে যাচ্ছে তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি ১৭০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মিনিট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মিনিট্রাকটি থামানোর সংকেত দিলে মিনিট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়ীসহ আসামী  হুমায়ুন কবির মিন্টু (২৪), পিতা- মৃত নানু মিয়া, সাং- ধর্মপুর কলোনী, ২। মোঃ রুবেল @ ইউসুফ (২৯), পিতা- বাহার মিয়া, সাং- ধর্মপুর জামতলী, উভয় থানা ও জেলা- ফেনী এবং ৩। সুজন আহম্মেদ  সবুজ মিয়া (২৭), পিতা- আঃ হাশেম মিয়া, সাং- মেথিকান্দি. থানা- রায়পুরা, জেলা- নরসিংদীদেরকে আটক করে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের শিকার উক্তি মতে  মিনিট্রাকের ড্রাইভারের সিটের পাশে বসার স্থানে পা রাখার জায়গা হতে তাদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে মোট ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।