মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অধীনে দিনাজপুর বাসাীর সমাজে বিভিন্ন শ্রেনী মানুষের জন্য এক গুচ্ছ কর্মসূচি, বৃত্তি, ভাতা এবং উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে দিনাজপুর সফরে যাবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।
আাগামী ৭ জানুয়ারী দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা পরিষদ হল রুম থেকে শনিবার সকাল ১০টা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এর অধীনে থাকা বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন,নৌপরিবহন প্রতিমন্ত্রীর সিনিয়র তথ্য সচিব জাহাঙ্গীর আলম খান।
নৌপরিবহন প্রতিমন্ত্রীর দিনাজপুর সফরে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ টা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থ, সাইকেল ,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষনার্থীদের মাঝে সম্মানী ভাতা
এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থবছরের প্রথম পর্যায়ের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বোচাগঞ্জ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,
উপজেলা আনসার ব্যারাক এর শুভ উদ্বোধন ও বেলা ১২ টায় বোচাগঞ্জ, দিনাজপুর স্থানীয় কর্মসূচিতে যোগদান সহ বিকাল ৪ টায় আটগাঁও, বোচাগঞ্জ,দিনাজপুর,
আহেদা কফিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। এবং এর পর প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর বাসীর সাধারণ মানুষের বিভিন্ন সুবিধা -অসুবিধার খোঁজ খবর নিবেন বলেও সূত্রে জানা যায়।






