পঞ্চগড় ডিবি পুলিশ ৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পলাতক দুই জন!

পঞ্চগড় ডিবি পুলিশ ৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে।

পঞ্চগড় জেলার পুলিশ সুপার ও ওসি ডিবির দিক নির্দেশনায় ১ লা জানুয়ারী  জেলা গোয়েন্দা শাখার  এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে  বোদা পৌরসভাস্থ আটোয়ারী থানাধীন সাত খামারে অবস্থিত হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের সামনে বোদা হইতে ঠাকুরগাঁও গামী মহাসড়কের উপর হইতে  আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত আফছার আলী , সাং- বড় বালিয়া, থানা- ভুল্লি, জেলা- ঠাকুরগাঁওকে ৭ (সাত) কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি পুরাতন।  ব্যবহৃত চার্জার ভ্যান ও একটি পুরাতন ব্যবহৃত নীল      রংয়ের Symphony মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয় এবং অন্য দুই  আসামী  মোঃ রহমত আলী (৫০),পিতাঃ অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- ভৈরব, জেলা – কিশোরগন্জ্ঞ,  মোঃ দুদু মিয়া (৫৮),পিতাঃ মৃত আতিবর রহমান,সাং- কুমারপুর, থানা- ভুল্লি, জেলা- ঠাকুরগাঁও কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে  মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট  আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।