চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৩০০ লিটার চোরাই মদ ও প্রাইভেটকার সহ ৪ জনকে আটক করেছে।
মহানগর গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) জনাব মুহাম্মদ আলী হোসেন দিক নির্দেশনায় , পুলিশ পরিদর্শক নিঃএস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে টিম-২২ এর সদস্যরা গত ৩১শে ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলী রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১ টি প্রাইভেটকার সহ মোঃ এহাছানুল করিম, মোঃ শাহাদাত হোছাইন, মোঃ জমির উদ্দিন ও মোঃ জাহাঙ্গীর আলমদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
পড়েছেনঃ ৭৯






