পঞ্চগড় বোদা পৌরসভার নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং।

বোদা পৌরসভার নির্বাচন উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশের ব্রিফিং গত ২৮ ডিসেম্বর  অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিংয়ে আগাামী ২৯ শে ডিসেম্বর  পঞ্চগড় জেলাধীন বোদা পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে  বোদা থানায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম  বলেন, পঞ্চগড় জেলা পুলিশ অন্যান্য বাহিনী ও সংস্থার সমন্বয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সুসম্পন্ন করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ব্যক্তির অপেশাদার আচরণের দায় প্রতিষ্ঠান বহন করবে না। তাই তিনি সকল পুলিশ ও আনসার সদস্যকে মার্জিত আচরণ ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন এবং  নির্বাচনকে সুষ্ঠু করতে সাংবাদিকসহ সকল নাগরিককে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দেবিগঞ্জ সার্কেল) জনাব রুনা লায়লা, জেলা নির্বাচন ও রিটারনিং অফিসার, জনাব মোঃ আলমগীর হোসেন পঞ্চগড়, ডিআইও-১, বোদা থানার অফিসার ইনচার্জ, বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জনাব অবিনাশ রায়, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সর্বস্তরের পুলিশসহ আনসার সদস্যবৃন্দ।