চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ২৬শে ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ বশিরুজ্জামান গোল চত্ত্বর সংলগ্ন চাক্তাই সংযোগ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি চোরাই মোটরসাইকেলসহ মোঃ হোসেন, মোঃ মনির উদ্দীন ও সন্তোষ দাশদেরকে গ্রেফতার করেন।
তথ্য সূত্র জানা যায়, মহানগর গোয়েন্দা (পশ্চিম) উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবিরের তত্ত্বাবধানে, টিম ৪২ এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে এস.আই মোহাম্মদ আমির হোসেন, এ.এস.আই মোঃ শেখ ফরিদ,এ,এস,আই নুরন্নবী মুন্না সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল বেচা কেনা করে। আসামি দ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।






