খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে সারাদেশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।

২৫ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে সারাদেশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম। শনিবার ২৪ ডিসেম্বর  সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা সম্পর্কে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।