- পঞ্চগড় জেলা পুলিশ শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৭ টীয় মহান বিজয় দিবস- ২০২২ উপলক্ষে পঞ্চগড় জেলার উদ্যোগে র্পুলিশ লাইন্স, পঞ্চগড় শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত ফাইনাল খেলায় দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় এর ২০ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পুলিশ সুপার, পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, পঞ্চগড় জনাব মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান শেখ, চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চগড়, আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, আহ্বায়ক, কমিউনিটি পুলিশিং ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড়, জনাব মোঃ আমিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পঞ্চগড়,
জনাব জাকিয়া খাতুন, মেয়র, পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড়, জনাব মোঃ মনিরুজ্জামান সরকার, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পঞ্চগড়, জনাব মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক, এন এস আই, পঞ্চগড়সহ জনাব শাহনাজ পারভীন রুমি, সভানেত্রী, লেডিস ক্লাব, পঞ্চগড়, জনাব মনিরা ইয়াসমিন আঁখি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), পঞ্চগড়, জনাব মোছাম্মত শামান্তা ইসলাম, পত্নী- নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ পঞ্চগড়, সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম।প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছেন, ইন্সপেক্টর নিরস্ত্র মনজুর আহমে, এসআই নিরস্ত্র এস এম হাফিজ হায়দার , এএসআই পদমর্যাদার হৃদয় কুমার দেব, কনস্টেবল সজিব হোসেন, এবং রানার্সআপ বিজয়ীদের মধ্যে রয়েছে এসআই হতে তদূর্ধ্ব পদমর্যাদা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম,এসআই( নিরস্ত্র)জনাব মোঃ ইউসুফ আলী, কনস্টাবলস মিঠুন হোসেন ও মোঃ ইসাহাকআলীএবং খেলা পরিসমাপ্তি শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, এ সময় সেখানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।






