চট্টগ্রামে আইজিপি সিএমপির পুলিশের সকলই উনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২০ তারিখ সকাল ৯ ঘটিকায় দামপাড়াস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার)।
সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধতন কর্মকর্তাবৃন্দর উপস্থিতিতে বেলা ১২.৩০ মিনিটে সিএমপি’র সম্মেলন কক্ষে আইজিপি এক মত বিনিময় সভারও আয়োজন করে।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সিএমপি-সহ অন্যান্য সকল ইউনিটকে, মাদকদ্রব্যনিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, জংলীবাদ,খুন,ধর্ষণসহ ছিনতাই নির্মূলের বিরুদ্ধে আইনানুগভাবে কাজ করার নির্দেশনা দেন।

তিনি বলেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বাঙালী বীরের জাতি, বাঙালী জয়ী জাতি। ১৬ই ডিসেম্বরের বিজয়ের চেতনা বুকে ধারণ করে বাঙালীর এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।যাতে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হয়।
এসময় সিএমপির বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধতন কর্মকর্তাবৃন্দর সভায় উপস্থিত ছিলেন।








