নগরীর ইপিজেড থানার চেকপোস্টে মার্কিন ডলার ও স্বর্ণালংকারসহ পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতা

নগরীর ইপিজেড থানার চেকপোস্টে অবৈধ ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণালংকারসহ পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতা করেছে পুলিশ।

ইপিজেড থানার এসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন, এএসআই (নিঃ) রুবেল বড়ুয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স   ২৮ তারিখ শনিবার  সকাল ১১.৩০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং টু এয়ারপোর্ট রোডস্থ রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এয়ারপোর্ট হতে হাজারী গলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোরিকশাকে তল্লাশি করলে নগদ মার্কিন ডলার ও স্বর্ণালংকার সহ এই দুই চক্রকের সদস্যকে গ্রেফতার করা হয়।

পাচারকারী চক্রের সদস্য হলেন আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত (৩০), পিতা—আব্দুল হাকিম, মাতা—জেবুন্নেছা বেগম, সাং—মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম; বর্তমানে—ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, থানা—চকবাজার, চট্টগ্রাম ও ০২। জিহাদ উদ্দিন মানিক (১৯), পিতা—মাহবুব আলম, মাতা—দিলুয়ারা বেগম, সাং—মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম; বর্তমানে—ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, থানা—চকবাজার, চট্টগ্রাম।

আসামিদ্বয় উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের বিষয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে অধিক লাভের আশায় শুল্ক বা কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার চোরাচালানের মাধ্যমে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখে। এঘটনায় আসামী দ্বয়ের বিরুদ্ধে ইপিজেড থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানা যায়।