ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা আমার সময় -এর চট্টগ্রাম অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর থানা ৩৮ নং ওয়ার্ড ওমর শাহ পাড়া এলাকায় পত্রিকার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী
মোহাম্মদ আলী সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার চট্টগ্রাম মহানগর ব্যুরো প্রতিনিধি জাকারিয়া হোসেন।
চট্টগ্রাম সিটিজেন ফোরামের বন্দর থানা সভাপতি ও থানার বিএনপির সাবেক সভাপতি জনতার কাউন্সিলর নামে খ্যাত আলহাজ্ব হানিফ সওদাগর এ অস্থায়ী কার্যালয়টি ফিতা কেটে উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সাংবাদিকতার প্রাণ। জাতীয় দৈনিক আমার সময় সেই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবেএই প্রত্যাশা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক এম নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ফয়সাল হাসান, রিফাত যুবদল নেতা মনা , শ্রমিক নেতা শাহজাহান সহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ।
দৈনিক আমার সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি জাকারিয়া বলেন এই পত্রিকার লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা.






