জলছে আগুন সিইপিজেড অ্যাডামস ফ্যাক্টরিতে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুনের তীব্রতা বেড়েই চলেছে। নৌবাহিনী সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বেপজা সিকিউরিটি সহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগলেও ৯ ঘণ্টায়ও (বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত) নিয়ন্ত্রণে আসেনি। আগুন ছড়িয়ে পড়েছে ৯তলা ভবনের নিচতলা পর্যন্ত।

ইপিজেড ৫ নম্বর রোড়ের এডামস ফ্যাক্টরির টপ ফ্লোরে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে- আগুনের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি কারখানা ঝুঁকিতে রয়েছে। আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও আশপাশের ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

জুট ব্যবসায়ী বাবুল জানান,এই ফ্যাক্টরি থেকে আমরা ওয়েস্টেজ নিয়। ওই ফ্যাক্টরিতে মেডিকেলের সরঞ্জাম , ইউনিফর্ম, মাথার কেপ, পিপি তৈরি করা হয়।