সীতাকুণ্ড জঙ্গল  সলিমপুরে দুই সাংবাদিকের উপর হামলার নিন্দা ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের- দাবি জানিয়েছে (সিইউজে)

সীতাকুণ্ড জঙ্গল  সলিমপুরে দুই সাংবাদিকের উপর হামলার নিন্দা ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সমাবেশে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, গত ৫৪ বছরের ইতিহাসে গণমাধ্যম তথা সাংবাদিকদেরকে কখনো রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কখনো রাজনৈতিক পেশী শক্তির সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। আজকের দিনেও এই কঠিন বাস্তবতার কোনো ব্যতিক্রম হয়নি।

দেশ এবং সমাজের স্বার্থে। গণমাধ্যম তথা সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সেই রাষ্ট্রের চাকুরে হিসেবে পুলিশ প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে সবার আগে। অবিলম্বে দুই সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় শনিবার ভোরে ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলি হয়। সেখানে রোকন বাহিনীর এক সদস্য গুলিতে নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে রোববার সেখানে গিয়ে হামলার মুখে পড়েন সাংবাদিকরা। হামলায় এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান আহত হন।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিকরা দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করেন। সেই সাংবাদিকদের উপর হামলা মানেই রাষ্ট্র ও গণতন্ত্রের উপর হামলা। এক্ষেত্রে হামলাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, এখন টিভির দুই সাংবাদিক সহকর্মীর উপর কারা হামলা করেছে তা আমরা জানি। প্রশাসনেরও অজানা নয়। এসব সন্ত্রাসী বিগত সময়ে তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।

“পাহাড় ও সরকারি জায়গা দখলসহ নানা অপকর্মের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এখনো তারা রূপ পাল্টিয়ে আরেক রাজনৈতিক দলের নেতার আশ্রয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব সহ সমাবেশে সাংবাদিকদের উপর বিভিন্ন  বক্তব্য রাখেন।