শারদীয় দুর্গাপূজার মহানবমীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।
আজ ১ অক্টোবর ২০২৫ খ্রি. শারদীয় দুর্গাপূজার মহানবমীতে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানাধীন
মোহরা ও কোতোয়ালী থানাধীন টেরিবাজার, হাজারী লেন ও পাথরঘাটা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। তিনি নগরীর পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদ্যাপনের বিষয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন এবং নগরবাসীকে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আশ্বস্ত করেন।
এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলমগীর হোসেনসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তা
মূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।






