কলশীদীঘি রোড়ে দুর্ঘটনা রোধে – পারমিট বিহীন অথবা মেয়াদ উত্তীর্ণ পারমিটের কাগজ দিয়ে চলা – অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাম্প্রতিক চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রসহ বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে চট্টগ্রাম ইপিজেড মোড় থেকে কলশী দিঘী রোডে ৫০০ গজ রাস্তা বালুর মাঠ পর্যন্ত স্কুল মাদরাসা শিশু শিক্ষার্থী নিরাপদে পথ চলাচল ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে রোড পারমিট বিহীন বা মেয়াদ উত্তীর্ণ  পারমিটের কাগজ দিয়ে চলা – অবৈধ ব্যাটারিচালিত রিকশা, এইচ পাওয়ার, টমটম, মাছরাঙা, গাড়ি চলাচল বন্ধসহ স্প্রিটব্রেকার স্থাপন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদ্রাসা, স্কুল শিক্ষার্থী সহ এলাকাবাসী।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কয়েকশ স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ব্যবসায়ী ও এলাকাবাসী -” নিরাপদ পথ চলাচল ও দুর্ঘটনা মুক্ত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ” ব্যানারে বন্দর থানাদীন কলশি দিঘী রোড বায়তুর রিদওয়ান জামে মসজিদ সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় – সাধারণ শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকদের দুর্ঘটনা মুক্ত নিরাপদ পথ চলাচল নিশ্চিত করতে ফ্রিপোর্ট মোড় থেকে কলসি দীঘি রোড বালুর মাঠ পর্যন্ত ৫০০ গজ রাস্তায় অবৈধ ব্যাটারি চালিত রিকশা, এইচ পাওয়ার, টমটম, মাছরাঙ্গা,টু- স্টক সিএনজি বন্ধের দাবি জানায়।

মানববন্ধনে আরো বলেন, ধুম পাড়ার এলাকার একটি কিশোর গ্যাং এর লিডার টমটম, বেটারী চালিত রিকশা, এইচ পাওয়ার গাড়ীর চাঁদাবাজরা মিলে এ অবৈধ গাড়ি চালিয়ে চাঁদাবাজি করার পরিকল্পনা সহ আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দমকি এবং মিথ্যা মামলা জড়ানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে বলেও দাবী করে এ মানববন্ধনে।

এ সময় বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা কর্মীদের ব্যবহার করে চাঁদাবাজরা পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টায় চালাচ্ছে। যারা ৫ আগষ্টের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের দোসর ছিলেনএবং আওয়ামী লীগের নেতাকর্মীর ব্যবহার করে চাঁদাবাজি করিতো।

মানববন্ধনকারীরা আরও জানান  –  কলশি দীঘি  টু  আনন্দবাজার এই রোডের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ  এলাকা হচ্ছে ফ্রি পোর্ট মোড় থেকে বালুর মাঠ এখানে মাসে গড়ে ১৫ থেকে ২০ টি দুর্ঘটনা সংঘটিত হয়। যান যানজটও লেগে থাকে সবসময়। মাননীয় পুলিশ কমিশনার (সিএমপি) এ সমস্ত অবৈধ গাড়ি এড়িয়ে চলার জন্য জনসাধারণের প্রতি একটি প্রজ্ঞাপন জারি  করেছিলেন।

৩৮ নং ওয়ার্ড টি  গনবসতি  এলাকায় হওয়ার  হাজার হাজার শ্রমিক জনসাধারণ স্কুল মাদ্রাস শিক্ষার্থী প্রতিনিয়ত কলশী দিঘী টু আনন্দ বাজার সড়কে চলাচল করে। এই ছোট ও সংকীর্ণ রাস্তায় যদি চার থেকে পাঁচ হাজার মতো  কম বেশী এই অবৈধ গাড়ি চলাচল  করলে – দুর্যোগ কালীন সময়ে,যেমন ফায়ার সার্ভিস, মুমূর্ষ রোগীর এম্বুলেন্স, সহ নানান প্রতিকূলতা ও বাধার সমূখিন হয়- আর যানজট তো লেগেই থাকে।

বিভিন্ন দলের নেতা কর্মীদের নাম কিছু অসাধু প্রশাসনের কর্মকর্তাদের  নাম্ ভাংগিয়ে ফ্রি -পোর্ট থেকে কলসি দিঘী – আনন্দ বাজার এলাকায় তিন, চার হাজার এই অবৈধ গাড়ি থেকে প্রতিমাসে বিশ থেকে ৩০ লাখ টাকা চাঁদা আদায় করে চাঁদাবাজরা। মাস শেষে এই মোটা অংকের টাকার ভাগ চলে কথিত নেতা ও প্রশাসন সহ  পকেটে।

মানববন্ধনকারীরা সংশ্লিষ্ট বিআরটিসি, জেলা প্রশাসক, মেয়র, পুলিশ প্রশাসন সহ সবার সহযোগীতা ও দৃষ্টি আকর্ষণ করে ফ্রি -পোর্ট মোড় থেকে বালুর মাঠ পর্যন্ত দুর্ঘটনা ও যানজট  এড়াতে ৫০০গজ রাস্তা এই অবৈধ টমটম ব্যাটারি চালিত রিক্সা এইচ পাওয়ার, মাছরাঙা গাড়ি বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন সম্পন্ন করেন স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী।