রিয়াজউদ্দিন বাজারে পচা তেঁতুল দিয়ে আচার তৈরীর করায় মেসার্স নাছির ব্রাদার্স এবং আজমির ট্রেডিংকে তিন লক্ষ টাকা জরিমানা।

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারে  দুই আচার তৈরির  কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রিয়াজউদ্দিন বাজার রহমতুন্নেছা রোড এলাকার মেসার্স নাছির ব্রাদার্স এবং আজমির ট্রেডিং দুই কারখানায় আচার তৈরি করতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা তেঁতুল ও বরইয়ের আচার সংরক্ষণসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, নিরাপদ খাদ্য আইনে মেসার্স নাছির ব্রাদার্সকে দুই লক্ষ টাকা  এবং আজমির ট্রেডিংকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।