বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন পরিচালিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখা যায়।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস আগ্রাবাদের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৩টি গাড়ি গিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পড়েছেনঃ ৫৪






