সাবেক সেনাপ্রধান ও ডেসটিনির সভাপতি এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে করেছেন জানিয়েছেন কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে আমরা চট্টগ্রাম ক্লাবে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখনো চট্টগ্রাম ক্লাবে রয়েছে। পরিবারের জন্য অপেক্ষা করছি। পরিবারের সদস্যরা এলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

এম হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কাটিরহাট। তিনি তিনি ১৫ই ফেব্রুয়ারি ১৯৪৮ সালের জন্মগ্রহণ করেন।

জনাব হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান।  বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে অবসর নেওয়ার পর থেকে অবসর নেওয়ার  পর হারুন অর রশিদ ডেসটিনি গ্রুপের সভাপতি হন।ডেসটিনি  গ্রাহকদের   অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে যেতে হয়।