লাল স্বাধীনতার এই প্রথম জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি- ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও চিত্রাংকনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য রাখেন- আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এরশাদুল্লাহ ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ কবির হোসেন।
বক্তব্য রাখেন- ২০২৪’র জুলাই যোদ্ধা ইংরেজি বিভাগের শিক্ষার্থীর ইবনে হোসেন জিয়াদ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ও একাদশ বিজ্ঞানের শিক্ষার্থী সাবিহা।
শিক্ষার্থীরা জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নেন।
অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় জুলাইয়ের শিক্ষা কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করেন। সভাপতি শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং কর্মচারীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।






