সবার আঙ্গুল কভার ভ্যান,, পন্যবাহী ট্রাক লরী যত্রতত্র পার্কিং ও ম্যাক্স এর গাফিলতির দিকে

চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার ভয়াবহ যানজট নিরসনের দাবিতে মানববন্ধন।

বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার সল্টগোলা ও সিমেন্ট ক্রসিং সিডিএ কমপ্লেক্সের সম্মুখ এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নগরীর বন্দর পতেঙ্গা ইপিজেডের সর্বস্তরের জনসাধারণ  সহ উক্ত এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, সাংবাদিক,  ছাত্র-ছাত্রী, মসজিদের ঈমাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের  মানুষ এ মানববন্ধনে  অংশ নেন।

মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব-বন্দর সিটিজেন ফোরামের সভাপতি  আলহাজ্ব  হানিফ সওদাগর বলেন,

অপরিকল্পিত কন্ডিনার ডিপু ও রাস্তার উপর কভার ভ্যান, লরি পার্কিং এর কারণে ভয়াবহ  যানজটের সৃষ্টি হয়ে নগরীর বন্দর পতেঙ্গা ইপিজেডের গার্মেন্টস কর্মীসহ  অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু , মুরাদপুর, কাপ্তাই রাস্তার মাথা এবং সিটি গেট-কর্নেল হাটের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া  যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠা-নামা করানোর কারণে প্রতিটি মোড়েই এক ধরনের বিশৃঙ্খলা রাস্তায় বেরিগেড সৃষ্টি মাধ্যম  কৃত্তিম যানজটের  সৃষ্টি  করে।

এই সময় বিশিষ্ট ব্যবসায়ী ফোর জুয়েল ডিস্ট্রিবিউটর  ও বিশিষ্ট সমাজসেবক  শাহাজান শরীফ বলেন,

নগরের অভ্যন্তরে দিনে ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহন চলাচল এবং অবৈধ পার্কিং-এর ফলে যানজট সৃষ্টির পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল দুর্ভোগ পোহাতে  হচ্ছে। রাস্তার ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন (যান্ত্রিক ও অযান্ত্রিক) চলাচলের ফলে সড়কে গাড়ির চাপ বেড়েছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সিটিজেন ফোরামের ইপিজেড থানা সভাপতি,  রোকনউদ্দিন বলেন,

কাভার্ডভ্যানের সারিও যানজটের অন্যতম কারণ। ব্যস্ততম এ সড়কের আশপাশের বেসরকারি কন্টেইনার ডিপোগুলো যানবাহন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার পরিচয় দিচ্ছে, যা সড়কে যানজট বাড়াচ্ছে।

ফলে নগরের বিভিন্ন সড়কেও যানজট ছড়িয়ে পড়ছে। বিমানবন্দরে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, পর্যটকরা বিমানবন্দর থেকে বের হওয়ার পরই যানজটের কবলে পড়েন।

উক্ত মানববন্ধনে বক্তারা আরও  বলেন, অসহনীয়  যানজটে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন দুর্বিসহ জীবন যাপন করছেন।

যার কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দর, শিল্প এলাকা সিইপিজেড, পতেঙ্গা এলাকার আন্তর্জাতিক বিমানবন্দর ও তেল সেক্টর চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সন্মুখীন হচ্ছে বাংলাদেশ।

 

মানববন্ধ থেকে যানজট নিরসনে এলাকাবাসী সল্টগোলা ক্রসিং হয়ে ইপিজেড পর্যন্ত রাস্তার দুই পাশে কোন গাড়ি পার্কিং না করা, বন্দরের গাড়িগুলো বন্দরে প্রবেশের সময় শৃঙ্খলা রক্ষা করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

ব্যাংকার নিজাম উদ্দিন মো. মামুনের সঞ্চালনায় মাওলানা সেলিম রেজার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়  মানববন্ধনে এতে স্বাগত বক্তব্য রাখেন  হাজি  মো. ফয়সাল।

বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডা: নুরুল আলম , ডা. মো. ইমতিয়াজ, সমাজ সেবক জাহেদ    বিশিষ্ট সমাজসেবক  আজম – আবু রায়হান চৌধুরী, হাজী মো: হোসেন , আজমসহ এলাকার গণ্যমান্য সচেতন নাগরিক গন  প্রমুখ।