চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে পার্কিং নিয়ে বিরোধদের জেরকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের  ফৌজদারহাট ডিসি পার্কে পার্কিং নিয়ে বিরোধদের জেরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ডিসি পার্ক বন্ধের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন প্রাইম মুভার কর্মরত শ্রমিকরা। এ বিক্ষোভের ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড সহ ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বরোড় কাস্টমস  ও সল্টগোলা মোড়ে রাস্তার পাশে গাড়ি রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্ধ প্রাইম মুভার শ্রমিকরা।

অবরোধের ফলে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের পাশাপাশি পতেঙ্গা, সিইপিজেড , অলংকার ও বিমানবন্দরসহ নীমতলা বিশ্ব রোড়, শেখ মুজিব রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে বিমান যাত্রী সহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বিক্ষোভকারী চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গতকাল রাতে ডিসি পার্কের কর্মচারীরা তাদের চালক শ্রমিকদের মারধর করে। এখন ডিসি পার্ক বন্ধ, আহতদের ক্ষতিপূরণ এবং টোল রোডের নিরাপত্তার দাবিতে কাজ বন্ধ রাখা হয়েছে। মারধরের ঘটনার পর আমাদের সাথে বৈঠকে এর কোনো সুরাহা হয়নি। তাই আমাদের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে কিছুক্ষণ পর পর সড়কে যান চলাচল বন্ধ করে দিচ্ছেন তারা। আমরা তাদের অনুরোধ করে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করছি। কিন্তু তারা সড়ক ছেড়ে যাচ্ছে না।