বাণিজ্য নগরী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ‘ছোট সাজ্জাদ’ ফেসবুক লাইভে এসে নগরের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রাণে মারার হুমকি দিয়েছে। গত মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে এ হুমকি দেন সে। কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবে না বলে হুঁশিয়ারি দেন লাইভে। ১৯ মিনিট ২৯ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন। এ ঘটনায় ওসি বাদী হয়ে গত মঙ্গলবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টির বেশি মামলা রয়েছে।
লাইভে শীঘ্রই আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিচার না পেলে নিজেই প্রতিশোধ নিবেন। প্রয়োজনে নিজে মরে যাবেন।
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও এলাকার আতংক। তাকে ধরতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাকে যেহেতু সে হুমকি দিয়েছে, তাই আইন মোতাবেক আমি একটি জিডি করেছি থানায়। শুধু সাজ্জাদ কেন যে কোন সন্ত্রাসীর ব্যাপারে আমার থানায় জিরো টলারেন্স ঘোষণা করেছি।






