দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল।
সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে।
পাঁচ দিনব্যাপী এ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি এবং জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন ইসলামী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
মাহফিলের প্রস্তুতির প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গত শনিবার (২৫ জানুয়ারি) নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন পর প্যারেড ময়দানে মাহফিল হওয়ার খবর শুনতে পেয়ে ধর্মপ্রাণ চট্টগ্রামবাসীর মধ্যে এক আমেজ পরিলক্ষিত করা যাচ্ছে।






