নগরীর ইপিজেড থানা এলাকায় বারশ পিচ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ

নগরী ইপিজেড থানার অভিযানে ১২শ পিস ইয়াবাসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সিএমপির ইপিজেড থানার এসআই  কামাল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গতকাল ৫ তারিখ  ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে  ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি লাইলা বেগম (৪৮)-কে গ্রেফতার করে পুলিশ। বিষয়ে ইপিজেড ভারপ্রাপ্ত  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইপিজেড থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।