ইসকন ধর্মীয় গুরু গ্রেফতার কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ-ভারত উত্তেজনার তুঙ্গে উঠেছে, সেই গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদনের শুনানি পিছিয়েছে, সে কারণে চিন্ময় দাস কে আরও প্রায় এক মাস কারাগারেই থাকতে হবে।
মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রামের আদালতের এই সিদ্ধান্তের খবর ফলাও করে এসেছে ভারতের সংবাদ মাধ্যমে। সেখানে চিন্ময়ের পক্ষে কোনও আইনজীবীর না থাকার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবারের অনলাইন সংস্করণে সবার ওপরেই ছিল এই খবর। শিরোনাম ছিল-
“মিলল না জামিন, চিন্ময়ের হয়ে দাঁড়াতে চাইলেন না কোনও আইনজীবী, আরও এক মাস চট্টগ্রামের জেলে!”
পড়েছেনঃ ১১৫






