রাউজানের আতংক শীর্ষ সন্ত্রাসী আজিজুল ২২ বছর পর গ্রেপ্তার

উত্তর চট্টগ্রামের  রাউজান থানার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী  একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

২২ বছর পর রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজিজুল রাউজান উপজেলাার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের আবদুল মোনাফের ছেলে।

র‌্যাব জানায়, বছরের পর বছর বিদেশে আত্মগোপনে থাকলেও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে ফিরেন এই সন্ত্রাসী। নিজেকে বিএনপির নেতা দাবি করে রাউজানে সাঁটানো হয় পোস্টারও। তিনি দেশে ফেরার পর বিগত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাউজান ফিরে লুটপাট, চাঁদাবাজিসহ নানা অপকর্ম শুরু করে। সর্বশেষ এক সিআইপির কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে অগ্নিসংযোগ, লুটপাট চালায়।

গ্রেপ্তার আসামি আজিজুলের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতির  ১২টি মামলার রয়েছে।