সিইপিজেড এলাকায় চৌধুরী কাজা কাঁচা বাজার আড়ৎসহ ৬০ অবৈধ দোকান উচ্ছেদ করে সিডিএ

দীর্ঘ বছর ধরে অবৈধ দোকানপাট নির্মাণ করে সরকারি জায়গা ভোগ করে আসছিল স্থানীয়রা গতকাল দখলের থাকা এসব দোকানপাট, মার্কেট, কাঁচা বাজার সহ বিভিন্ন  অবৈধ স্থাপনা  উচ্ছেদের নির্দেশনা দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ( সিডিএ) এই নির্দেশনা পেয়ে চট্টগ্রাম সিপিজেড ব্যারিস্টার কলেজ মফিজ চৌধুরী বাইলেন কাঁচা বাজার সহ অভিযান চালিয়ে অনেকগুলা সরকারের জমি উদ্ধার অভিযান চালায় সিডি এর ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।চট্টগ্রামে এলিভেটেড  এক্সপ্রেসওয়ে সম্পূর্ণতা পাওয়ার জন্য

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে র‌্যাম্পের অনুমোদিত এলাইমেন্টের মধ্য থেকে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের অংশে অবৈধভাবে এসব দোকান গড়ে তুলেছিল স্থানীয়রা।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম তাহমিনা আফরোজ চৌধুরী।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের নির্দেশে র‌্যাম্প নির্মাণের অংশে অবৈধ দোকানসহ অন্যান্য স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উপস্থিত ছিলেন মূল্যায়ন চউক কর্মকর্তা আলমগীর খান, সহকারী প্রকৌশলী মোঃ মোর্শেদুল হক চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী সুমন চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মেঃ শফিকুল ইসলাম, ইমারত পরিদর্শক এ এস এম মিজান, মোঃ শাহাদাত হোসেন, সার্ভেয়ার চৌধুরী মোঃ কাইছার, তোফাজ্জল হোসেন, পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী।

সিইপিজেড অংশে ডাউন ওয়াড র‌্যাম্পের অনুমোদিত এলাইমেন্ট মধ্যে স্থিত অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করার ফলে এই অংশে শীঘ্রই র‌্যাম্পের কাজ শুরু হবে বলে জানা গেছে।