চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ইপিজেডে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোেগে মো. সাদেকুল ইসলাম (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার আসামির শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব -৭এর একটি দল।

গ্রেপ্তার সাদেকুল ইসলাম কক্সবাজার মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই শিশু মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাদেকুল ইসলামের রুমে নিয়ে যান। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। শিশুটি অসুখ হয়ে পড়লে অভিভাবকদের ফোন করেন মাদ্রাসা শিক্ষক সাদেকুল। তারপর বাড়ির লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। ওই সময় শিশুটি তার পরিবারকে সব কিছু খুলে বলে।

পরবর্তীতে এ ঘটনায় ২১ অক্টোবর ইপিজেড থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। সচেতন সচেতন ব্যক্তিদের অভিমত  গণবসতিপূর্ণ এলাকা হওয়ায় চট্টগ্রাম  ইপিজেড এলাকায়  যত্রতত্র৷ মনগড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে  উঠার কারণে  এই  অপ্রীতিকর ঘটনাগুলো বেশি গডছে!  যদি  নিয়ম নীতি  থাকতো তাহলে এজঘন্য বিষয়গুলো অনেকটা  কমে আসত বলে মনে করেন।