চোরাই মালামাল কেনাবেচা সিন্ডিকেটের চার সদস্যক গ্রেফতার করেছে – বন্দর থানা পুলিশ

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ওয়াসিল চৌধুরী পাড়া গোলাম মুহাম্মদ চৌধুরী বাড়ির  ( প্রকাশ কমিশনার গলির)  মান্নান ভবনের ২য় তলা ২নং রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. হাবিবুর রহমান (২৬), মো. সাইফুল হাওলাদার (২৪), মো. সাকিব হাওলাদার (২৫) এবং ইমন ধর (৩০)।

বন্দর থানা পুলিশের এ  অভিযানে তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতাররা চোরাই পণ্য কেনাবেচার সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইল,  বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের মজুমদার  বলেন, গোপন সংবাদের  ভিত্তিতে এস আই  ফয়সাল সারোয়ার সঙ্গীও  ফোর্সসহ  কমিশনার গলির  মান্নান ভবনে অভিযান চালিয়ে প্রথমে হাবিব, সাইফুল ও সাবিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ ৩৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাশের একটি দোকান থেকে ইমনকে গ্রেফতার করা হয়। এসময় ইমনের কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা মূল্যের গলানো স্বর্ণের টুকরো উদ্ধার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট  দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। এদিকে কমিশনার গলির এক এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে , মাদক, জুয়া, চোর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বন্দর থানা পুলিশের অভিযান সবসময় অব্যাহত রয়েছে জানান তিনি।