আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আছে অভিভাবকহীন বিএনপি ভাঙতে শুরু করেছে। সদ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান কারামুক্ত হয়েই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম।
মনোনয়ন দাখিলেন শেষদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।
তথ্য নিশ্চিত করেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অনুজা মন্ডল।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। তাই দেশ ও জনগণের সেবা করার জন্য এবং এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।
আমি বিএমপি এখন অভিভাবকহীন। তাই আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি আমার অনুসারীদের নিয়ে স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।
শাজাহান ওমরকে যে ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও তা নিশ্চিত করেছেন।
পড়েছেনঃ ৮০






