রাঙ্গুনিয়ার ইছামতি নদীর ভাঙ্গনে সোনাইছড়ি গ্রাম হুমকির মুখে

ইছামতি নদীর ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে  চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন অন্তরর্গত পূর্ব সাহব্দীনগর -সোনাইছড়ি বড়ুয়াপাড়া গ্রাম। যা রাঙ্গুনিয়া থানা সদর থেকে খুবই নিকটতম দুই কিলোমিটারে মধ‍্যে অবস্থিত একটি গ্রাম। গ্রামটির তিন পাশেই ইছামতি নদী। গ্রামটিতে রয়েছে কয়েকশত পরিবার ও শত-শত হেক্টর ফসলি জমি। গ্রামের পূর্ব পার্শ্বে ইছামতি নদীতে ভাঙ্গন রোধে কিছুটা ব্লক নির্মাণ করা হলেও গ্রামের দক্ষিণ দিকে ইছামতি নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন‍্য অতিসত্বর ব্লক তৈরী অতিসত্বর প্রয়োজন। ইছামতি নদীর ভাঙ্গনে ইতিমধ্যে অনেক বাড়িঘর, ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে, রাস্তা ঘাটের সুব‍্যবস্থ‍া না থাকায় বহু গর্ববতী মাকে মৃত্যুর কাছে হেরে যেতে হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার আনাছে কানাছে উন্নয়ন হলেও পৌরএলাকার অতি সন্নিকটে হওয়া সত্ত্বেও গ্রামটি এখনো নদীর কারনে উন্নয়নের ছোঁয়া পাইনি। কিছু জায়গা যদি নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণ করা হয় তাহলে রাঙ্গুনিয়ার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে, রক্ষা পাবে বাড়িঘর ফসলি জমি, গ্রামের মানুষের জীবন যাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, তাই সোনাইছড়ি বড়ুয়া পাড়ার দক্ষিণ পার্শ্বে অতিসত্ত্বর ইছামতি নদীতে ব্লক তৈরির আবেদন।