ওরা বার বার এমপি

সকল কল্পনা জল্পনা ছাড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকল প্রার্থীর নাম প্রকাশ করেছে। চট্টগ্রামে ১৬ টি আসনের পরিবর্তন হয়েছে মাত্র চারটি।

সেই আগের বার বার এমপি হওয়া প্রার্থীদের আবার মনোনয়ন দেওয়া হয়েছে। তাতে করে আওয়ামী লীগের তৃণমূলে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। এক আসনে কেউ কেউ তিনবার, দুইবার হওয়ার পর এখন চতুর্থ বারের মত মনোনয়ন পাচ্ছেন।

রাজনীতিতে ত্যাগী ও তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বকে মূল্যায়ন হচ্ছে না আওয়ামী লীগে এমন মনে করছেন দলের নেতাকর্মীরা । বিগত  দিনে যারা নানান ভাবে বিতর্কিত হয়েছেন তাদের আবার মনোনয়ন দেওয়াতে দলীয় নেতাকর্মীরা হতাশ। আওয়ামীলীগে এমপি পদে কোন চমক নেই চট্টগ্রামে।

তৃণমূল নেতা কর্মীরা এই প্রতিবেদককে বলেন, বিতর্কিতরা আবার এলেন ফলে দলে কি আর কোন যোগ্য প্রার্থী নেই। ওরা বার বার এমপি।