আইনজীবী পরিচয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে প্রতারক কামরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে

বন্দর থানা দিন কলশিদিঘিপাড় এলাকায় নিজেকে  কখনো ব্যারিস্টার কখনো আইনজীবী এবং কখনো বড় সাংবাদিক পরিচয়দানকারী কথিত কামরুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. কামরুল ইসলাম হৃদয় (৩৫) বাগেরহাট জেলার মংলা থানার হলদিবুনিয়ার দক্ষিণ মালগজি এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে।জানা যায,  গত ২২ শে নভেম্বর  এস আই সঞ্জীব কুমার ভট্টাচার্য সঙ্গী ও ফোর্স সহ বন্দর থানাদিন মাইজপাড়া  এলাকা থেকে  কামরুলকে গ্রেফতার করে।  সে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নং ওয়ার্ড কলশিদিঘি দিঘি পাড় এলাকায় বসবাস করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়েদুল হক।

তিনি বলেন, কামরুল ইসলামের সাথে ৬ মাস আগে ভিকটিমের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। কামরুল নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয় এবং পরিচয়ের সুবাদে তাদের মধ্যে অনলাইনে কথাবার্তা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১০ অক্টোবর ভিকটিমকে বিয়ের কথা বলে ফ্রি পোর্ট এলাকা থেকে স্টেশন রোড এলাকায় এশিয়ান এসআর নামে আবাসিক এলাকার একটি হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে জানায় ভিকটিম। এ ঘটনায় তিনি মামলা দায়ের করলে গতকাল (২১ নভেম্বর) মঙ্গলবার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

ইতিপূর্বে  ২০২১ সালের ১৯ জানুয়ারি আকাশ নামের এক বিচারপ্রার্থীর সাথে ব্যারিস্টার পরিচয়ে প্রতারণার দায়ে কামরুল ইসলাম হৃদয়কে আটক করে কোতোয়ালি থানা পুলিশকে সোপর্দ করেছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতি।